বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪৩
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২০:৫১

বরিশাল যুব উন্নয়নে ১০টি প্রশিক্ষণ কোর্স চালু

ছবি : বাসস

বরিশাল, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস): কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বরিশালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ১০ টি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার বেলা ১১ টায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মো. খায়রুল আলম সুমন। বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তর যুবক-যুবতীদের জন্য বিভিন্ন মেয়াদে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, যুবকরা একটি জাতির সবচেয়ে শক্তিশালী ও মূল্যবান সম্পদ। তাদের স্বপ্ন, সাহস, সৃজনশীলতা ও সম্ভাবনার ওপর দাঁড়িয়েই একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে। যুব উন্নয়ন শুধু একটি কাজ নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। শিক্ষার্থীরা সঠিক প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখতে পারবে।

তিনি বলেন, দক্ষতা উন্নয়নই টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি। যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুললে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও সমৃদ্ধশালী হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, হস্তশিল্প, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, সোলার সিস্টেম, মর্ডান অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, পোশাক তৈরি, ব্লক বাটিক এন্ড ভিনিং প্রিন্টিং ও মংস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের অধীনে বিভিন্ন ট্রেডে মোট ২৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। বিভিন্ন মেয়াদে এসব প্রশিক্ষণ চলবে এক থেকে ছয় মাস।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. সাহাবুদ্দীন সরদারের সভাপতিত্বে এ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মীরা।