বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৪

কুমিল্লায় মাদক কারবারি আটক 

ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলার সদর দক্ষিণ উপজেলায় র‌্যাবের অভিযানকালে ৫২০ পিস ইয়াবা-সহ মো. স্বপন (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি মো. স্বপনকে  গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মো. স্বপন কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর গ্রামের হাজী আয়াত আলীর ছেলে।

আজ বুধবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন। 

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামি ও মাদক কারবারি মো. স্বপন (৪০) কে গ্রেফতার করা হয়। এ সময় আসামির হেফাজত থেকে ৫২০ পিস নিষিদ্ধ ইয়াবা, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ২৬ হাজার একশ’ টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। স্বপনের বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী দেশ ভারত থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

র‌্যাব কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।