বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:১২

রাঙ্গামাটিতে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি ও এসপি

ছবি : বাসস

রাঙ্গামাটি, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শহরের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী এবং পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

আজ বুধবার সকালে জেলার কোতোয়ালি থানাধীন গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রের অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব পালনের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় আগামী নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।