বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:০০

নির্বাচন শান্তিপূর্ণ করতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন ফরিদপুরের এসপি

ছবি : বাসস

ফরিদপুর, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে ফরিদপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির কাছে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এ সময় তিনি নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

আজ বুধবার সকালে পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে, মাদক নির্মূলসহ সকল কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

এ সময় পুলিশের সকল ইতিবাচক কাজে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম (প্রশাশন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন, কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর টি আই খুরশেদ আলম, ডিআইও ১ মোশাররফ হোসেনসহ প্রেসক্লাব এর নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।