বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ‘পরম্পরায়’ এর তৃতীয় বর্ষপূর্তি পালিত

ছবি : বাসস

কুমিল্লা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাংস্কৃতিক চর্চা, সৃজনশীল মনন ও শুদ্ধ আবৃত্তির ধারাকে এগিয়ে নিতে কাজ করে যাওয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরম্পরায়-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট, কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে মিলনায়তনটি পরিণত হয় এক উৎসবমুখর সাংস্কৃতিক মিলনমেলায়।

পরম্পরায়-এর পরিচালক, দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ও সাবেক ডিন অধ্যাপক ড. এম এম শরিফুল করীম, অর্থনীতিবিদ ও গবেষক ড. আবুল বাসার, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট, কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন।
পুরস্কার বিতরণ পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি সুমনা সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ,  আমিন তানভীর, স্যাম আল মামুন।

শুরুতেই অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এরপর পরম্পরায়-এর শিক্ষার্থীরা একযোগে প্রতিষ্ঠানের শ্লোগান উচ্চারণ করলে মিলনায়তনজুড়ে ছড়িয়ে পড়ে আবেগ ও ঐক্যের অনুভূতি।

আলোচনা পর্ব শেষে শুরু হয় বহুল প্রতীক্ষিত সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অতিথিবৃন্দ পরম্পরায়-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। এবছর বিভিন্ন বিভাগ থেকে ৩০ জন শিক্ষার্থীকে পরম্পরায়-এর সুদৃশ্য টেরাকোটা মেডেল প্রদান করা হয়। এছাড়া বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আরও ১৫ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্ত ছিল বর্ষসেরা শিক্ষার্থী (স্টুডেন্ট অব দ্য ইয়ার) ঘোষণা। পরম্পরায়-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাধ্যা দত্ত তার ধারাবাহিক সাফল্য, নিষ্ঠা ও পারফরম্যান্সের জন্য এই সম্মাননায় ভূষিত হন।

সমাপনী পর্বে পরম্পরায়-এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা মনোরম আবৃত্তি পরিবেশনা উপস্থাপন করে।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পরম্পরায়-এর শিক্ষার্থীরা। সঞ্চালনায় ছিলেন নবনীতা নৃত্তিকা দাস, বর্ণালী রায়, ফারহিনা এমরান, প্রত্যাশা ভৌমিক, আদ্রিতা ভৌমিক ও তালহা জোবায়ের।

অনুষ্ঠানে জানানো হয়, পরম্পরায় ২০২৫ বর্ষের সমাপনী পরীক্ষায় মোট ৭১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি অনলাইন ক্লাসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী আরও ৩৭ জন শিক্ষার্থীকে সমাপনী সনদপত্র প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে পরম্পরায়-এর পরিচালক, দেশবরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন বলেন, পরম্পরায় কেবল একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটি একটি সাংস্কৃতিক পরিবার। এখানে আমরা শুদ্ধ উচ্চারণ, ভাবসম্প্রসারণ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে চেষ্টা করছি। তৃতীয় বছরে পদার্পণ আমাদের জন্য যেমন গর্বের, তেমনি দায়িত্বেরও।