বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:৩১

দিনাজপুরে মহারাজা স্কুল ট্র্যাজেডি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন

দিনাজপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় শোকাবহ ১৯৭২-এ ৬ জানুয়ারি মহারাজা স্কুল ট্র্যাজেডি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়েছে।ছবি : বাসস

দিনাজপুর, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় যথাযোগ্য মর্যাদায় শোকাবহ ১৯৭২-এ ৬ জানুয়ারি মহারাজা স্কুল ট্র্যাজেডি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়েছে।

৬ জানুয়ারি স্মৃতি পরিষদের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকালে দিনাজপুর প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ৬ জানুয়ারি স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু।

সভাপতির বক্তব্যে সফিকুল হক ছুটু বলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল বলে এ দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধ এদেশের আপামর জনসাধারণের সম্পদ।

স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ কোন দলের মতের নয়। মুক্তিযুদ্ধ জনগণের সম্পদ, জনগণই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধ ছিল জন যুদ্ধ। জনগণ মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধ হল এদেশের জনগণের সম্পদ। 

বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন, ৬ জানুয়ারি ধ্বংস প্রাপ্ত মহারাজা স্কুলের ভবন আগের মডেলে নতুন ভাবে তৈরি করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। অন্যান্য বক্তাগণ মহারাজা স্কুল ট্র্যাজেডির ঘটনা পাঠ্য পুস্তকে তুলে ধরারও দাবি জানান।

উল্লেখ্য, ১৯৭২ সালের এই দিনে মহারাজা স্কুল প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযোদ্ধা ট্রাঞ্জিট ক্যাম্পে ভয়াবহ মাইন বিস্ফোরণের ঘটনায় প্রায় ৫শতাধিক বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছিল অসংখ্য মুক্তিযোদ্ধা।

সেই ৬ জানুয়ারি স্মরণে স্মৃতি পরিষদ দিনাজপুরের চেহেলগাজী মাজার প্রাঙ্গণে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে এবং মহারাজা স্কুল প্রাঙ্গণে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু ও সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চুর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন, স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আজহারুল আজাদ জুয়েল, বীর মুক্তিযোদ্ধা মো. ফরহাদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, শিক্ষকবিদ শফিকুল ইসলাম, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, নাট্যকর্মী ও আমাদের থিয়েটার এর সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, বাংলা স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এডভোকেট মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক অমৃত রায়, মো. মনিরুজ্জামান সহ প্রমুখ।

চেহেলগাজী মাজার প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থানে শ্রদ্ধা অর্পণকালে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়

এছাড়াও আজ বাদ মাগরিব মহারাজা স্কুল প্রাঙ্গণ মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও বিশেষ মুনাজাত করা হয়।

স্মৃতি পরিষদ ছাড়া দিনাজপুর জেলা প্রশাসন, মহারাজা স্কুল ও বিভিন্ন সংগঠন থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।