শিরোনাম

খুলনা, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহা. আলমগীর হোসেন।
খুলনার জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. লিয়াকত আলী শেখ।
সভায় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) দীপংকর দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদসহ জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় খুলনা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম-সচিব মোহা. আলমগীর হোসেন বলেন, গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে। যেসব বিষয়ের উপর গণভোট হবে সেগুলো হলো- নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দুইকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলের বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বাধ্য থাকবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সেবা গ্রহিতাদের মধ্যে গণভোটের বিষয়ে প্রচারণার জন্য অনুরোধ জানান।