বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:০২
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:২৮

সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে খুলনায় গণবিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি জারি করেছেন।  ছবি : বাসস

খুলনা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
আজ বুধবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের (নির্বাচনী এলাকা-১০১) স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি-১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এবং ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে।

গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৮ এর বিধান অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি উল্লিখিত সময়ের পূর্বে গণভোটের প্রচারণার আড়ালে নির্বাচন সংক্রান্ত কোনো প্রচারণা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অন্যথায়, নির্বাচনী আইন ও আচরণবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।