শিরোনাম

ফেনী, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ফেনীতে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা’ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক দলের জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. নবী নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল ও সহকারী কমিশনার চয়ন বড়ুয়া।
রাজনৈতিক নেতা ও প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক মো: আকবর হোসেন, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ইসলামী আন্দোলন ফেনী জেলার সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদীসহ প্রমুখ।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, এ নির্বাচন যেন উৎসবমুখর হয় এবং ভোটাররা যেন ভোটকেন্দ্রে নির্বিঘ্নে আসতে পারে সে জন্য সকল প্রার্থী রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন। সকল প্রার্থী ও রাজনৈতিক নেতাদের আচরণ বিধিমালা মেনে চলা প্রয়োজন। নির্বাচন যেন উৎসবমুখর হয় সে জন্য এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিন্তে আমরা কাজ করে যাবো।
এছাড়া কোথাও আচরণবিধি যদি লঙ্ঘন হয় তাহলে আমাদের জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নেবো। আচরণবিধি লঙ্ঘন করলে কোনো ছাড় দেওয়া হবে না।