বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৭

লালমনিরহাটে ইয়াবাসহ দুইজন আটক

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বিজিবি। ছবি : বাসস

লালমনিরহাট, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

আজ বুধবার সকালে ১৫ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, একটি চোরাকারবারি চক্র সীমান্ত দিয়ে মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিপুর বিওপির আওতাধীন আজওয়াটারী এলাকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টহলদল ভারতীয় সীমান্তের দিক থেকে আসা সন্দেহজনক দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উৎপল সেন (২৫) ও সাগর বর্মণ (১৮)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আজওয়াটারী গ্রামে।

বিজিবির আরও জানায় , আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মাদকদ্রব্যসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 

পাশাপাশি মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।