বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৪:৫০

খুলনায় রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সভা

মঙ্গলবার খুলনা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে খুলনার সকল ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন রিটার্নিং কর্মকর্তা। ছবি: বাসস

খুলনা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা মহানগরীর ২টি সংসদীয় আসন খুলনা-২ ও খুলনা-৩ এর সকল ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমির  অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার।

সভায় প্রতিষ্ঠান প্রধানদের তাদের নিজ নিজ ভোটকেন্দ্রে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক। তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নির্বাচনী বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং প্রয়োজনে ঊর্ধ্বতন ইসি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। 

এছাড়া ভোটকেন্দ্রের প্রস্তুতির বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সমন্বয় সাধন করা। যার মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, কার্যকরী শৌচাগার সুবিধা, কার্যকরী সিসিটিভি ক্যামেরা এবং অবাধ, সুষ্ঠু ও নিরাপদে ভোটগ্রহণ পরিচালনার জন্য অন্যান্য সামগ্রিক ব্যবস্থা নিশ্চিত করা।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনা-৩ আসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, উপ-পুলিশ কমিশনার  আবদুল্লাহ আল মাসুম, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সহকারী পুলিশ সুপার শেখ ইমরান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, মো.সোহেল সামাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, থানা নির্বাচন অফিসার সোনাডাঙ্গা ও সহকারী রিটার্নিং অফিসার, খুলনা-২ হারুন অর রশিদ। 

এছাড়াও মতবিনিময় সভায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।