শিরোনাম

নাটোর, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিপন্ন মানুষের আশ্রয়স্থল হিসেবে নাটোরের লালপুরে নির্মাণ কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায় ‘গ্রীনভ্যালী ওল্ডএজ হোম অ্যান্ড অরফানেজ’। এক একর জমির উপরে আট কোটি টাকা ব্যয়ে অপরুপ স্থাপত্য শৈলীর তিন তলা ভবনে বয়স্কনিবাস ও এতিমখানার কার্যক্রম অচিরেই শুরু করা হবে।
জীবনমুখী শিক্ষা অনুশীলনের জন্যে ভবনটির পাশেই গবাদি পশু পালন, ফলমূল ও শাকসবজি চাষের ব্যবস্থা থাকছে। থাকছে দেশে-বিদেশে জীবিকা অন্বেষণে কারিগরি শিক্ষার ব্যবস্থা। এ জন্য পাশেই নির্ধারিত স্থানে একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে। এই কেন্দ্রে এতিম শিশু-কিশোরদের পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, অটোমোবাইল, প্লাম্বাারিং ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হবে।
নিবাসীদের জন্য থাকছে উন্নত ও সুপরিসর স্বাস্থ্যসেবা কক্ষ, লন্ড্রি কক্ষ, স্বাস্থ্যসম্মত রান্নাঘর এবং প্রত্যেক তলাতে একটি করে ডাইনিং। একটি প্রধান সিঁড়ি ও লিফট ছাড়াও আছে দুইটি অভ্যন্তরীণ সিঁড়ি-যা দুই তলাতে অবস্থানরত দুই প্রজন্মের মানুষের মধ্যে সংযোগ স্থাপন করবে।
এক একর জায়গার উপরে ছয় তলা ভিত বিশিষ্ট প্রতিষ্ঠানটির জন্যে মোট তিন একর জায়গা রয়েছে। কৃষি খামার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও এতিম শিশুদের সাধারণ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্যে একটি আধুনিক স্কুল প্রতিষ্ঠা করা হবে অগ্রাধিকার ভিত্তিতে। ভবিষ্যতে তিন তলার পরবর্তী তলাগুলোতে কোনো আগ্রহী বয়স্ক ব্যক্তি নিজেদের অর্থায়নে আবাসন ব্যবস্থার নির্মাণ কাজ করে বসবাসের সুযোগ পাবেন।
প্রাকৃর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরিয়া পারভীন বাসস’কে বলেন, ‘গ্রীনভ্যালী ওল্ডএজ হোম অ্যান্ড অরফানেজ’কে বিশ্বমানের একটি প্রতিষ্ঠানে রূপ