বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৪:৩৭

বরগুনায় জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রচারে উদ্বুদ্ধকরণ সভা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার বিষয়ে জেলা উন্নয়ন ও সমন্বয় সভার সদস্যদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

বরগুনা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার বিষয়ে জেলা উন্নয়ন ও সমন্বয় সভার সদস্যদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে আজ বুধবার সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব খন্দকার নূরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের প্রধানগণ।