শিরোনাম

বাগেরহাট, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলার চিতলমারী উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে দিবসটি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান।
এ অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান,রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত,লোকসংগীত, জারীগান, নৃত্য (উচ্চাঙ্গ) এবং লোক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এ সভায় বিচারকে দায়িত্ব পালনে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো. হুমায়ূন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক জিএম আব্দুস ছালাম,চিতলমারী শিল্পকলা একাডেমি সংগীত প্রশিক্ষক মো. আয়ুব আলী শেখ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা, ছাত্র- ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।