বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫৫

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের ভোট কেন্দ্র পরিদর্শন

মঙ্গলবার জেলার জেলা প্রশাসক গোলাম মো. বাতেন কচুয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ছবি : বাসস

বাগেরহাট, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার কচুয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। 

গতকাল মঙ্গলবার বিকেলে আকস্মিক ভাবে তিনি বাগেরহাট সদর -২ নির্বাচনী এলাকার কচুয়ার ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ দেখতে সরেজমিন পিংগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসিকলাল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রসহ বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর ৯৬ নং বাগেরহাট ২ আসনের রিটার্নিং অফিসার গোলাম মো. বাতেন।

জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল কর্মকর্তাকে নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি সময়মতো সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত নাজমা খানম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান বাসসকে জানান, অতীতের সকল রেকর্ড ভাঙলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন স্যার। যিনি সার্বক্ষণিক নির্বাচন নিয়ে নিয়মিত মনিটরিং করছেন একটি স্বচ্ছ সুন্দর জাতীয় সংসদ নির্বাচন উপহার প্রদানে। 

তিনি বলেন, বাগেরহাটে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই নির্বাচন সংক্রান্ত খুটিনাটি বিষয় নিয়েও তিনি সর্বদা ততপর রয়েছেন।