বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৪৮

বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত 

বরিশাল জেলা বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার আসর নামাজ শেষে নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বরিশাল, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস): বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার আসর নামাজ শেষে নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

দোয়া মোনাজাতে বরিশাল জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পূর্বে প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভেকেট মজিবর রহমান সরোয়ার বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। 

তিনি বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া লড়াই করেছেন। তার এই চলে যাওয়া শুন্যস্থান পূরণ হবার নয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ারও আহ্বান জানান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ২৩ টি আসনে নির্বাচন করে কোন দিন হারেননি। বিএনপি সরকার গঠন করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। কথিত ফ্যাসিষ্টকে রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরফুদ্দিন আহমেদ সান্টু, জেলার সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।