বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৪৫

বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন : মঞ্জু

নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার বিকে স্কুল মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

খুলনা, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। তাঁর চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করতে পারব।

গতকাল মঙ্গলবার বাদ আসর নগরীর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আয়োজনে বিকে স্কুল মিলনায়তনে নাসির খানের সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন।

বাদ মাগরিব ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আয়োজনে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে শমসের আলী মিন্টুর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মো. ইউনুচ আলী।

তিনি বাদ এশা ২৬ নম্বর ওয়র্ডের নূরানী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে  উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা নঈম মোল্লা। 

এ সময় উপস্থিত ছিলেন কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, মজিবর রহমান ফয়েজ, ইউসুফ হারুন মজনু, শের আলম সান্টু, আল জামাল ভুঁইয়া, একরামুল হক হেলাল, শাসুজ্জামান চঞ্চল, হাসান মেহেদী রিজভী, মহিবুল্লাহ শামীম, ওমর ফারুক, আব্দুল জব্বার, রিয়াজুর রহমান, মেশকাত আলী, বাচ্চু মীর, রবিউল ইসলাম রবি, সাব্বির আহমেদ, মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, মাসুদ খান বাদল প্রমুখ।