বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪

খুলনায় শিক্ষা ও সামাজিক সহায়তা বিতরণ

মঙ্গলবার জেলার রূপসা উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন খাতে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাসস

খুলনা, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার রূপসা উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন খাতে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রূপসা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী, ক্রীড়া ক্লাবসমূহের জন্য ক্রীড়া সামগ্রী, অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং অসহায় ও দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে অগ্নিনির্বাপক যন্ত্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকসমূহে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপকারভোগীদের মধ্যে মোট ২৬১টি স্কুল ব্যাগ, ১৮৪টি ফুটবল, ২২টি বাইসাইকেল, ৪০টি অগ্নিনির্বাপক যন্ত্র, ১৯টি সেলাই মেশিন, ২০ সেট ক্রিকেট সামগ্রী ও ১৮টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণী সম্পদ ড. আহসান হাবিব প্রামাণিক, শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম।

এছাড়াও বক্তব্য দেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মো. বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈুর রহমান, ইউআরসি ইনসট্রাক্টর এহতেশামুল হক, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, কমরেড রতন সেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ কুমার সাহা, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দীন সেলিম, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি কৃষ্ণ গোপাল সেন, ক্রীড়া শিক্ষক আ. কাদের শেখ প্রমুখ।