শিরোনাম

দিনাজপুর, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় মরহুম সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর জেলা বিএনপি জেল রোডস্থ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার বাদ মাগরিব থেকে জেলা বিএনপি কার্যালয়ে বেশ কয়েক জন পবিত্র কোরআনের হাফেজ বাদ এশা পযন্ত কোরআন খতম সম্পন্ন করেন। বাদ মাগরিব দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সনের দিনাজপুরে শৈশবে বেড়ে উঠা এবং ব্যক্তি জীবন নিয়ে যারা অবগত, তারা এসময় বিভিন্ন বিষয় আলোচনা করেন।
তারা বলেন, তিনি ব্যক্তি জীবনে একজন ভাল মনের মানুষ এবং দেশ প্রেমিক ছিলেন। দেশনেত্রী হিসাবে দিনে সারা দেশে গ্রহণ যোগ্যতা অর্জন করে ছিলেন। এসময় উপস্থিত সকলেই তার ব্যক্তি জীবনের প্রশংসা করে মহান সৃষ্টিকর্তার নিকট পরকালে তার বেহেশত নসিবের জন্য দোয়া মোনাজাত করেন।
দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাহফিল জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, মো. আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপি সাংগঠনিক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধরী, পৌর বিএনপি'র সভাপতি জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা সাবেক ভিপি প্রকৌশলী নুর ইসলাম তুষার, সদর উপজেলার ১০ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ।