বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:০০

নাটোরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কম্বল বিতরণ

আজ বুধবার বেলা ১১টায় উপজেলার নাজিরপুর হাইস্কুল মাঠে স্থানীয় ইউনিয়ন যুবদল আয়োজিত অনুষ্ঠানে ৮৫০ জন শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ছবি : বাসস

নাটোর, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে নাটোরের গুরুদাসপুরে বিশেষ দোয়া পরিচালনা শেষে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলার নাজিরপুর হাইস্কুল মাঠে স্থানীয় ইউনিয়ন যুবদল আয়োজিত অনুষ্ঠানে ৮৫০ জন শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালেহ আহমেদ বিপুল এবং যুগ্ম আহ্বায়ক মাসুদ টাইগার।