শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
কর্মশালায় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দক্ষ ও সুশৃঙ্খল জনবলই হল বিশ্ববিদ্যালয়ের প্রাণ। চাকরির বিধিবিধান ও সঠিক আচরণবিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। এটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকেও ত্বরান্বিত করে।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ নূর কুতুবুল আলম।
দিনব্যাপী এই প্রশিক্ষণে দুটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে চাকরিবিধি, আচরণ ও শৃঙ্খলা এবং দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নূরুন্নবী মোল্লা।
দ্বিতীয় অধিবেশনে সময়ানুবর্তিতা এবং ছুটির বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ে আলোকপাত করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫তম গ্রেডের কর্মচারীরা অংশগ্রহণ করেন।