শিরোনাম

খুলনা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা নগর বিএনপি ঘোষিত সাত দিনের শোক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে।
আজ মঙ্গলবার নগরজুড়ে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোক কর্মসূচি শেষ হয়।
এ উপলক্ষ্যে নগর বিএনপি সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে রয়েছে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ, দলীয় পতাকা অর্ধনমিত রাখা, স্মরণসভা, কোরআনখানি, শোক বই খোলা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন।
মহানগরের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক।
বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন এবং তার নেতৃত্বের মাধ্যমে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন।
শোক কর্মসূচি শেষে নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ‘গণতন্ত্রের মা’ এবং সাহস ও সংগ্রামের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনার মানুষ গভীরভাবে শোকাহত।
কর্মসূচির শেষ দিনে বিদেহী আত্মার চির শান্তি ও মাগফেরাত কামনা করে একটি বিশেষ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।