শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ধর্মীয় নেতাদের সম্পৃক্ততার মাধ্যমে জনগণকে গণভোটের বিষয়ে উদ্বুদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইমাম, আলেম ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ভূমিকা কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে আজ প্রধান উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইতিমধ্যে প্রায় ৫০০ জন আলেমের সঙ্গে পৃথক বৈঠক করা হয়েছে। এসব বৈঠকে গণভোটের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরা হলে আলেমদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
প্রেস সচিব জানান, আজকের বৈঠকে দেশের ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও মক্তবগুলোর ভূমিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে প্রাক-প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়— এমন প্রায় ৭৭ হাজার মক্তব রয়েছে, যেখানে মূলত ইমামরাই পাঠদান করেন। গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে মক্তবের এসব শিক্ষককে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশে বর্তমানে প্রায় চার লাখ মসজিদ রয়েছে, যার মধ্যে ঢাকায় রয়েছে প্রায় চার হাজার। এসব মসজিদের ইমামকে কীভাবে গণভোটের বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করা যায়, তা নিয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে হিন্দু, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মন্দির, গির্জা ও উপাসনালয়ের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ধর্ম উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ধর্ম মন্ত্রণালয় থেকে হাজার হাজার লিফলেট ছাপানো হচ্ছে বলে জানান প্রেস সচিব। এসব লিফলেট সারা দেশে বিতরণ করা হবে, যাতে গণভোট ও জুলাই সনদ সম্পর্কে জনগণের ধারণা আরও স্পষ্ট হয়।