বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ২০:২১

জয়পুরহাটে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

জয়পুরহাট, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার জয়পুরহাট প্রেসক্লাবে তিনদিন ব্যাপী শোক প্রকাশ শেষে দরুদ পাঠ ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির  আহবায়ক গোলজার হোসেন, জেলা বারের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট তানজিল আল ওয়াহাব, রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। 

স্মরণ সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা লোকমান হোসেন।