শিরোনাম

কুড়িগ্রাম, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার রাজারহাট উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজারহাট উপজেলার উমর-মজিদ ইউনিয়নের ধনঞ্জয় এলাকায় স্থানীয় বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম- ২ (সদর- রাজারহাট- ফুলবাড়ী) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল হোসনাইন কায়েকোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম- আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
এসময় রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব শহিদুল ইসলাম, উমর-মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল কবির আদিল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. ওুহানি ও সদস্য সচিব শামসুল আলম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব সাদ্দাম হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিলন ও সদস্য সচিব মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা জাহেরুল ইসলাম।
মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।