বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:৫১

কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। আজ টেকনাফ রোহিঙ্গা শরণার্থী আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা এ অস্ত্র উদ্ধার করে।

আনসার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প সংলগ্ন এলাকায় দু’জন সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে জানতে পেরে সুবেদার সবদার আলীর নেতৃত্বে চারজন আনসার ব্যাটালিয়ন সদস্য ছদ্মবেশে ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মো. আরাফাত (১৯) ও এহসান উল্লাহ (১৯) নামের দু’জন সন্ত্রাসীকে আটক করা হয়। দেহ তল্লাশির মাধ্যমে তাদের কাছ থেকে ১টি শুটার গান, ১ রাউন্ড গুলি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা রোহিঙ্গা নুর কামাল গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ আটককৃতদের পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্পে (১৬ এপিবিএন) হস্তান্তর করা হয়।