শিরোনাম

বরগুনা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় দরিদ্র মেধাবী এস এস সি পরীক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলার আমতলী উপজেলার মেধাবী দরিদ্র এস এস সি ২০২৬ সালের পরীক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় আর্থিক সহায়তা বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেন ।
১০ জন দরিদ্র মেধাবী পরীক্ষার্থীদের মাঝে এস এস সি পরীক্ষার ফরম পূরনের জন্য আড়াই হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা প্রদান করেছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আমতলী থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) মো. সাইদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম অন্যান্যর মধ্যে বক্তব্য দেন শিক্ষা কর্মকর্তা শাহিনুর বেগম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ।