শিরোনাম

চট্টগ্রাম, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার এলাকায় মালবাহী ট্রলির ধাক্কায় রেজাউল করিম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত রেজাউল করিম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মৌলভি পাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে। পেশায় রাজমিস্ত্রি রেজাউল দুই কন্যা সন্তানের জনক। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের ছোট ভাই মোহাম্মদ হোসেন জানান, সকালে তারা তিন ভাই মোটরসাইকেলযোগে সাতকানিয়া থেকে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে কক্সবাজারের চকরিয়ার উদ্দেশে রওনা হন। পথে পদুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রেজাউল করিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রলিটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’