শিরোনাম

চট্টগ্রাম, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ট্রেন দেখতে গিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ তামিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিফাত (৭) নামে আরেক শিশু গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের আখতারিয়া পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ট্রেন দেখার জন্য দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে যায় তামিম। তাকে উদ্ধার করতে গিয়ে রিফাতও পানিতে ডুবে যায়। স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তামিমকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। আহত শিশুর চিকিৎসা চলছে।’