শিরোনাম

দিনাজপুর, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার নবাবগঞ্জ উপজেলায় জুলাই যোদ্ধা শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
এ সময় তার সঙ্গে জেলা ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় জেলার নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম আজ বিকেল সাড়ে ৪'টায় এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,আজ মঙ্গলবার বাদ যোহর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরীপুর গ্রামের জুলাই যোদ্ধা১৪ বছর বয়সের শহীদ আশিকুর ইসলামের রুহের মাগফেরাত কামনা ও তার স্মরণে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর ৬ আসনের ক্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোনাজাতে অংশ গ্রহণ করেন।
এ সময় ড.জাহিদ হোসেন জুলাই যোদ্ধা শহীদ আসিকুর ইসলামের পিতা মো. ফরিদুল ইসলাম ও আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
এ ছাড়া তিনি, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁদের রুহের মাগফিরাত, শান্তি ও মর্যাদা কামনা করেন।