শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর উদ্যোগে অসহায়, দুস্থ ও ছিন্নমূল ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসেবে তিনশ’ কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) উদ্যোগে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সব শীতবস্ত্র বিতরণ করেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন।
এ সময় বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় সীমান্তবর্তী এলাকার দুস্থ ও অসহায় শীতার্ত জনসাধারণের দুভোর্গ লাঘবে বিজিবির পক্ষ থেকে তিনশ’ কম্বল দেয়া হয়েছে। আগামীতে এ কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।