বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১২:২৫

বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী ব্যারিস্টার শেখ জাকিরের মতবিনিময়

ছবি: বাসস

বাগেরহাট, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাগেরহাট-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাগেরহাট, কচুয়া ও চুলকাঠি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

গতকাল সোমবার রাতে শহরের ভিআইপি সড়কে সোনাতলার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ডাকসু ছাত্রনেতা রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সাবেক যুবদল সভাপতি ফকির তরিকুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল।

মতবিনিময়কালে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল।

তিনি আরও বলেন, বাগেরহাটের সার্বিক উন্নয়ন, সুশাসন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। জনগণের কথা নির্ভীকভাবে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় তিনি বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের ‘কলম সৈনিক’ হিসেবে আখ্যায়িত করে তাদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।