শিরোনাম

রাজশাহী, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে নগরীর বাটার মোড়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।
আরও বক্তব্য দেন রাজশাহী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, রাজশাহী-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রতন।
মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
বেগম জিয়ার মৃত্যু বাংলাদেশের ইতিহাসে এক কিংবদন্তির বিদায় বলেও উল্লেখ করেন মিনু। একই সঙ্গে তিনি বলেন, তার চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়।
মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন বরেণ্য অভিভাবক ও প্রভাবশালী রাষ্ট্রনায়ককে হারিয়েছে।
তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকার কারণে দেশবাসী তাকে ‘আপোসহীন দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করেছে। সময়ের দাবি পূরণে একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি লাখো মানুষের নেত্রীতে পরিণত হন এবং জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনের পুরোটা সময় তিনি উদার চিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধে অবিচল ছিলেন। দেশের স্বাধীনতা, মাটি ও মানুষের অধিকার রক্ষায় তিনি দৃঢ় অবস্থানে ছিলেন।
শরীফ উদ্দিন বলেন, ব্যক্তিগত আচরণ ও সামাজিক মূল্যবোধে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য অনুপ্রেরণা। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ছিলেন সাহসী ও উচ্চকণ্ঠ।