শিরোনাম

জয়পুরহাট, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ অসহায়, দুস্থ ও শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার সকালে বিজিবি’র পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) উদ্যোগে ব্যাটালিয়ন সদরে স্থানীয় শীতার্ত অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার সকালে একশ’জন শীতার্ত বিধবা, বৃদ্ধ নারী ও পুরুষ এবং অটিস্টিক ও এতিম শিশুদের মধ্যে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বিজিবি’র পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, সুবেদার মেজর মো. লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিজিবি মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।