বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ২০:৩১

নওগাঁয় অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমানা

নওগাঁ, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেয়ার অপরাধে এক ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার বিকালে জেলা শহরের সুলতানপুর এলাকায় অভিযানকালে শুভ এন্ড ব্রাদার্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রুবেল আহমেদ।

সহকারি পরিচালক রুবেল আহমেদ জানান, সোমবার বিকালে নওগাঁ শহরের সুলতানপুর এলাকায় ওমেরা গ্যাস সিলিন্ডার- এর ডিলার শুভ এন্ড ব্রাদার্স নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় শুভ এন্ড ব্রাদার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।