শিরোনাম

চাঁদপুর, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ মেয়াদোত্তীর্ণ মোবিল বিক্রির জন্য সংরক্ষণ ও মোটরসাইকেলের পার্টসের নকল স্টিকার ব্যবহারের দায়ে মেসার্স আলম ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানকে দুইলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে শহরের স্টেডিয়াম রোডে নিয়মিত বাজার তদারকি অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, মেয়াদোত্তীর্ণ মোবিল বিক্রয়ের জন্য সংরক্ষণ এবং মোটরসাইকেলের পার্টসের নকল স্টিকার ব্যবহার করে মোড়কজাত করার অপরাধে মেসার্স আলম ব্রাদার্স মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় নকল স্টিকার ও মেয়াদ উত্তীর্ণ মবিল ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ তেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।