বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ২০:২৬
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২১:১২

বেসরকারি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আজই জারি হতে পারে

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট দূরীকরণে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত সপ্তম গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ এনটিআরসিএ-এর ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা রয়েছে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাসস’কে জানান, টেলিটকের কর্তৃপক্ষের সাথে এ সংক্রান্ত কারিগরি সভা অনুষ্ঠিত হয়েছে। সব ঠিক থাকলে আজই ওয়েবসাইটে পূর্ণাঙ্গ গণবিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং আগামীকাল মঙ্গলবার থেকে জাতীয় দৈনিক পত্রিকাসমূহে এটি প্রকাশিত হবে। ইতোমধ্যে আমরা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে দিয়েছি।

এনটিআরসিএ’র খসড়া প্রস্তুতকৃত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রস্তাবিত পদের মধ্যে দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৮৩৩টি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। তবে চূড়ান্ত নিয়োগের সময় এই সংখ্যা কিছুটা কম বা বেশি হতে পারে বলে জানিয়েছে এনটিআরসিএ।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা :

আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে (ই-এপ্লিকেশন) আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাত ১২টা পর্যন্ত। পদভিত্তিক শূন্য পদের তালিকা ও আবেদনের শর্তাবলী এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://ngi.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।

আবেদনের নিয়মে পরিবর্তন :

নিয়োগ প্রক্রিয়া সহজতর করতে এবারের বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। আগে একজন প্রার্থী ৪০টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দেওয়ার সুযোগ পেলেও এবার তা কমিয়ে মাত্র ৭টি করা হয়েছে। তবে পছন্দের ৭টি প্রতিষ্ঠানের বাইরেও যদি কেউ নিয়োগ পেতে আগ্রহী হন, তবে তাকে ই-অ্যাপ্লিকেশন ফরমে থাকা ‘আদার অপশন’ বক্সে ‘ইয়েস’ নির্বাচন করতে হবে।

বয়স ও নিবন্ধনের মেয়াদ :

আবেদনকারীদের বয়স ২০২৫ সালের ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। উল্লেখ্য, ওই দিন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ফলাফল প্রকাশের তারিখ হতে পরবর্তী ৩ বছর পর্যন্ত কার্যকর থাকবে।

ইনডেক্সধারী শিক্ষকদের বিষয়ে নির্দেশনা :

বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ একই পদে বা সমপদে আবেদনের সুযোগ পাবেন না। তবে কোনো শিক্ষকের যদি ভিন্ন পর্যায়ের (যেমন- স্কুল থেকে কলেজ) নিবন্ধন থাকে এবং সেখানে ইনডেক্স না থাকে, তবে তিনি আবেদন করতে পারবেন।

এনটিআরসিএ জানিয়েছে, এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে চলা শিক্ষক স্বল্পতা অনেকাংশেই দূর হবে।