শিরোনাম

নেত্রকোণা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার মোহনগঞ্জে উপজেলায় আজ ইট বোঝাই ট্রলির (শ্যালো ইঞ্জিন চালিত মালবাহি গাড়ি) চাপায় তাফসির নামের সাড়ে চারবছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
আজ সোমবার সকাল দশটার দিকে মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাফসির মোহনগঞ্জ পৌর এলাকার নওহাল এলাকার সাইদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের বাড়ির নির্মাণকাজের জন্য ইটের ভাটা থেকে ট্রলি যোগে ইট নিয়ে যাচ্ছিলেন শিশু তাফসিরের বাবা সাইদুর রহমান। এসময় তার সাথেই ছিল শিশু তাফসির। ইটভর্তি ট্রলিটির পেছনে হাঁটছিলো শিশু তাফসির। একপর্যায়ে ট্রলির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু তাফসির।
বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, দুর্ঘটনার সময় শিশু তাফসিরের বাবা সাইদুর রহমান তার পাশেই ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।