বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৪০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

ছবি : বাসস

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। 

আজ সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দুজনের কবর জিয়ারত করেন তারা। পরে তারা দুজনের সমাধিতে শ্রদ্ধা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতাকর্মীরা এ সময় সূরা ফাতেহা পাঠ ও দোয়া করার পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।