বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮

যশোরে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

ছবি : বাসস

যশোর, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : যশোর কোতোয়ালী থানা এলাকায় (সদর উপজেলা) কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

আজ সোমবার দুপুর ১২টায় যশোর কোতোয়ালী থানার অভ্যন্তরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।


এসময় সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ গ্রাম পর্যায়ে কোন সহযোগিতার প্রয়োজন হলে সর্বপ্রথম গ্রাম পুলিশের কাছ থেকেই পায়। 

গ্রাম পুলিশের মাধ্যমে অনেক অপরাধীর তথ্য পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সাথে গ্রাম পুলিশের সম্পর্ক সবসময়ই ভাল। এসময় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তিনি গ্রাম পুলিশ সদস্যদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) গ্রাম পুলিশ সদস্যরা।