শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. দুলাল (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।
আজ সোমবার সকালে উপজলার রামরাইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. দুলাল ময়মনসিংহ জেলার ধোবাউড়ার ইদ্রিস আলীর ছেলে। আহতরা হলেন, ধোবাউড়ার রুবেল মিয়া (৪০), কুমিল্লা দেবিদ্বারের শরীফ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রীনা (৪৫) ও তার ছেলে ইমরান (২৩)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, কাউতলী থেকে যাওয়া সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত মো. দুলালের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে আছে।