শিরোনাম

রাঙ্গামাটি, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বাঘাইছড়ি উপজেলাধীন হাজীপাড়া নামক এলাকায় অভিযানকালে এসব কাঠ জব্দ করে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে বিজিবি মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ রিভারঘাট পোষ্টের হাবিলদার মো. রুস্তম আলীর নেতৃত্বে একটি টহলদল বাঘাইছড়ি উপজেলার হাজীপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করে। অভিযানকালে চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে অবৈধ গাছের টুকরা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৮৩ দশমিক ৮৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত কাঠের সিজার মূল্য আনুমানিক দুইলাখ নয়হাজার ৬২৫ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, চোরাকারবারীদের তৎপরতা রোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বিজিবি’র টহল কার্যক্রম জেরদার করা হয়েছে।