শিরোনাম

নোয়াখালী, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাশার ও সাবেক সাধারণ সম্পাদক আবু তোহা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম ফয়সাল প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।