শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার আদর্শ সদর উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান।
কালিরবাজার উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে কালিরবাজার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।