শিরোনাম

ভোলা, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস): মূল্য তালিকা না থাকায় ভোলায় ৭ মাছ ব্যবসায়ীকে ৬২ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ বুলবুল এ জরিমানা করেন।
জরিমানা আদাকৃত ব্যবসায়ীদের মধ্যে মাছ ব্যবসায়ী রহিমের ২০ হাজার টাকা, সলেমান ১০ হাজার, মনিরের ৫ হাজার এবং আব্বাসের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও ভোলার মাছের বাজারের উর্ধ্বগতি। মূল্য তালিকা না টাঙ্গিয়ে দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমত অতিরিক্ত দামে মাছ বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগে ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। এ সময় নিজেদের ইচ্ছেমত অতিরিক্ত দামে মাছ বিক্রি না করতে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়।
অভিযানে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করেন।
ভোক্তাদের অধিকার সংরক্ষণ আইনে এ অভিযান অব্যাহত থাকবে বলে ভোলার জেলা প্রশাসন দপ্তর জানিয়েছে।