বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩১

মুন্সীগঞ্জে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে মাদকসহ তিনজন কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাকিব খাঁন (২২), মো. কাশেম (৩৬) এবং মো. জাকির মোল্লা (৩০)।

গ্রেপ্তার সাকিব শ্রীনগর থানার উত্তর বালাসুর গ্রামের মো. আরশাদ খাঁেনর ছেলে, কাশেম নারায়নগঞ্জের রুপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আলাবক্স হালদারের ছেলে এবং জাকির মোল্লা পদ্মা সেতু উত্তর থানার কুমারভোগ পুর্নবাসন কেন্দ্রের নুরুজ্জামান মোল্লার ছেলে। 

জেলা পুলিশ সুপার কার্যালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার উত্তর বালাসুর বানিয়া বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সাকিব খাঁনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পদ্মাসেতু উত্তর থানাধীন কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ কাশেম ও জাকির মোল্লাকে আটক করা হয়। 

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।