বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৭:২৭

যশোরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

যশোর, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দায়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ হোসেন যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা গ্রামের কুবাদ আলীর ছেলে। তিনি একটি ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

নিহত মুরাদ হোসেনের ছেলে রাসেল হোসেন জানান, আজ সোমবার সকালে তার বাবা বাইসাইকেল চালিয়ে নড়াইল রোড দিয়ে দায়তলা যাচ্ছিলেন। দায়তলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে নড়াইলগামী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। তিনি সাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, ঘটনার পর উত্তেজিত জনতা বাসচালক রায়হানকে তুলারামপুর হাইওয়ে পুলিশের কাছে সোপার্দ করে। জনতার পিটুনিতে আহত রায়হানকে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।