বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৭:১১

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আনসার-ভিডিপি দিবস পালিত

ছবি : বাসস

দিনাজপুর, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আনসার-ভিডিপি দিবস পালিত হয়েছে।

আজ সোমবার আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়। ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান (পিভিএম)। এ সময় তিনি ভিডিপি সদস্যদের দেশ প্রেম ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।

তিনি বলেন, নির্বাচনসহ দেশের গুরুত্বপূর্ণ কার্যক্রমে আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে নিরাপত্তা দিতে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতে বাহিনীর সদস্যরা সরকারি নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দিবসের এই আয়োজনে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ ১৫০ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।