শিরোনাম

দিনাজপুর, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধনে ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ সোমবার বিকাল ৪ টায় দিনাজপুর পৌরসভা ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাটারি চালিত অটোরিকশার দু’জন চালকের হাতে ডিজিটাল নম্বর প্লেট তুলে দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার প্রশাসক ও জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, দিনাজপুর চেম্বার কমার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান, বিআরটিএ দিনাজপুর প্রতিনিধি, ট্রাফিক পুলিশের প্রতিনিধি ও ব্যাটারি চালিত ইজিবাইক, অটোবাইক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।