বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪০

নাটোরে ‘ভোটের গাড়ি’র চলচ্চিত্র ও সংগীত পরিবেশন

ছবি : বাসস

নাটোর, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস) : গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণা চালিয়ে যাওয়া ‘ভোটের গাড়ি’   ভ্রাম্যমাণ বহর নাটোরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং সংগীত পরিবেশন করেছে।

‘দেশের চাবি আপনার হাতে’ এ প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভান’ বহরের ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’ আজ বেলা সাড়ে ১১টায় শহরের স্বাধীনতা চত্বরে চলচ্চিত্র প্রদর্শন এবং সংগীত পরিবেশনের আয়োজন করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ছাড়াও ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রদর্শিত প্রামান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে সংস্কার, চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় ভোটের গান ইত্যাদি।

প্রামান্য চলচ্চিত্র ছাড়াও ‘ভোটের গাড়ি’র ব্যান্ড সংগীত দল দেশের গান এবং জুলাই গণঅভ্যুত্থানের সংগীত পরিবেশন করে। তীব্র শীত উপেক্ষা করে প্রচুর দর্শনার্থী এসব চলচ্চিত্র   ও সংগীত উপভোগ করেন।

‘ভোটের গাড়ি’র সুপারভাইজার মো. শরীফ মিয়া মুন্না জানান, গতকাল রোববার মেহেরপুরে চলচ্চিত্র প্রদর্শনী ও সংগীত পরিবেশন করা হয়। আজ নাটোর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেলে রাজশাহী শহরে এই ‘ভোটের গাড়ি’ একই অনুষ্ঠান করবে।

এর আগে গত ২৭ থেকে ২৯ ডিসেম্বর জেলার ছয়টি উপজেলা পর্যায়ে ‘ভোটের গাড়ি’ চলচ্চিত্র   প্রদর্শন করে।